Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 02/09/2024, 08:54:45 UTC
ঊর্ধ্বমুখী বিটকয়েন, ক্রিপ্টো মিলিয়নেয়ার বেড়েছে ৯৫%


ক্রিপ্টোতে বিনিয়োগ কারীদের তথ্য সম্পর্কে একটা নিউজ দেখতে পেলাম তাই এখানে শেয়ার করলাম। ক্রিপ্টো মিলিয়নেয়ারের সংখ্যা গত বছরের তুলনায় ৯৫ শতাংশ বেড়েছে। বিটকয়েনের দাম বেড়ে যাওয়ার ফলে ক্রিপ্টো মিলিয়নেয়ারের সংখ্যা অনেক বেড়েছে। এই নিউজের উপরে ভিত্তি করে, গত বছর ৮৮ হাজার ২০০ জন ব্যক্তি ১০ লাখ ডলারের বেশি ক্রিপ্টো পরিসম্পদের মালিক ছিলেন। এই চলতি বছরে বেড়ে ১ লাখ ৭২ হাজার ৩০০ জনে পৌঁছেছে, এর মধ্যে শুধু বিটকয়েন মিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৮৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এই নিউজ অনুযায়ী, বর্তমানে ১০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো সম্পদধারী ৩২৫ জন এবং ক্রিপ্টো বিলিয়নেয়ার আছেন ২৮ জন। এই তথ্য গুলো নিউজে বলা হয়েছে। হয়তো অনেকেই গোপনীয়তা বজায় রেখে বিনিয়োগ করেছেন, সে তথ্য কেউ জানে না, বিলিয়নেয়ার ও মিলিয়নেয়ার সংখ্যা আরও বেশিও থাকতে পারে। যাইহোক, এই তথ্য গুলো দেখে অবাক হলাম, আমরা যেখানে ক্রিপ্টোতে ১০০০ ডলার বিনিয়োগ করতে ভয় পাই, সেখানে তারা মিলিয়ন /বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আসলে যারা বিটকয়েনে ব্যাপক পরিমান বিনিয়োগ করেছেন, তারা আগামী কয়েক বছরে ব্যাপক পরিমাণ অর্থ প্রফিট করতে পারবে।
নিউজ বিস্তারিত