এই ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ কি সিরিজ জিতবে না?
যেহেতু ২ ম্যাচের সিরিজ, সিরিজ তো জিতেই যাইতো, তবে হোয়াইট ওয়াশ করার অন্য রকম একটা আনন্দ পাওয়া যাবে। একটা ম্যাচ হয়তো একটা টিম হুট করে জিতেই যেতে পারে, তবে পরপর দুই ম্যাচ জেতা একটা টিমের সামর্থ্যের প্রমান দেয়। বাংলাদেশর পাকিস্তানের মতো টিম কে হারানোর মতো সামর্থ্য হয়েছে সেটা প্রমাণ করার জন্য আজকের এই ম্যাচ জয়ের বিকল্প ছিলো না। ম্যাচ পরিত্যাক্ত বা ড্র হলে সিরিজ জিতে হয়তো এতোটা আনন্দ পেতাম না, যেটা বাংলাদেশ টিম জেতার পর পাচ্ছি। আর আমি হলাম এক ধরনের বেহায়া টাইপের মানুষ। এমনিতে টিম হারলে গালি দেউ আর নিজেকে বলি বালের খেলা দেখি। কিন্তু আবার যখন দল ভালো করে, ঠিকই খেলা দেখার চেষ্টা করি, অথবা অন্তত স্কোর জানার চেষ্টা করি। ফ্রি সময় থাকলে হয়তো খেলা দেখা হতো।