Tomato/Tomarket app এই ইয়ার্ডোব প্রজেক্টের কি অবস্থা? স্নাপশোট হওয়ার পর কারো কোন নতুন আপডেট আসছে কিনা একটু জানাবেন। আমার Snapshots হওয়ার পর আমার অ্যাপসে কোন প্রকার নতুন আপডেট আসেনি। কারো নতুন আপডেট এসে থাকলে জানাবেন প্লিজ।
একটা আপডেট এসেছে, সেই আপডেট হচ্ছে আপনার Tomarket (TOMATO🍅) অ্যাপ ওপেন করলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সের নিচে unlock থাকবে সেখানে আপনি প্রবেশ করে আপনার লেভেল কত তা জানতে পারবেন। যদি আপনার Unlock label লেখা থাকে তাহলে আপনি এই এয়ার্ডপ জন্য এলিজাবুল হয়েছেন। তবে অনেকেই বলছিল Bitget wallet,এ নাকি $১ হোল্ডিং করে রাখতে হবে। যারা হোল্ডিং করে রেখেছে তাদেরটাও আনলক লেভেল এসেছে আর যারা ১ ডলার বিডগেট ওয়ালেটে হোল্ডিং করে রাখেনি তাদেরটাও আনলক লেভেল লেখা এসেছে। তবে মোটামুটি সবাই ইলিজাবুল হতে পেরেছে এটাই অনেক ভালো হয়েছে। এই ছিল স্ন্যাপশট নেওয়ার পরবর্তী আপডেট।