Post
Topic
Board Other languages/locations
Merits 10 from 5 users
আগস্ট মাসের একটিভিটি ২০২৪
by
Crypto Library
on 03/09/2024, 20:54:56 UTC
⭐ Merited by DdmrDdmr (4) ,Xal0lex (3) ,Little Mouse (1) ,Learn Bitcoin (1) ,Wonder Work (1)
িিি

অনেকেই দেখলাম আমাকে পার্সোনাল মেসেজ করেছেন এ মাসের পোস্ট একটিভিটি কেন এখনো পোস্ট করিনি আমি আসলে ডিটি লগ জানার জন্য বসে ছিলাম এবং পরবর্তীতে যখন রিপোর্ট তৈরি করতে গিয়েছে তখন ডাটা স্ক্রেপার টুলটি ডাউন ছিল এটাই আমার কারণ ছিল একটু দেরি হওয়ার আর এর জন্য আমি দুঃখিত ।

যাইহোক এবার আসি এই মাসের একটিভিটি এই মাসে আমাদের পোস্ট একটিভিটি অনেকটাই কমেছে এর কারণ হতে পারে আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতার পরে স্বাধীনতা উদযাপন করতে গিয়ে এদিকে পোস্ট করা কম হয়ে গিয়েছে, আর তাছাড়া আর একটা মেজর কারণ হতে পারে আমাদের লোকাল মেম্বাররা বন্যা কবলিত এলাকা গুলোতে ভলেন্টিয়ার হিসেবে সাহায্যের জন্য যোগদান করা।

উপরের এইসব ঘটনার উপর ভিত্তি করে আমি এই মাসের একটিভিটি সম্পর্কে তেমন গুরুত্ব দিব না, তবে সবার প্রতি আহ্বান থাকবে সামনের  মাসগুলোতে একটিভিটি আবার যেন পুনরায় বাম্প করে ।
ধন্যবাদ

আগস্ট মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 144টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 67টি



জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 160টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 69টি




প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [19]
2. Crypto Library [14]
3. HelliumZ [13]
4. LDL [13]
5. Z_MBFM [10]
6. Ricardo11 [8]
7. Morshedbns [7]
8. Nothingtodo [6]
9. Wonder Work [6]
10. Bd officer [5]


আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
1. Little Mouse [511]
2. Learn Bitcoin [502]
3. Crypto Library [397]

4. Bd officer [301]
5. Review Master [298]
6. LDL [288]
7. DYING_S0UL [247]
8. shasan [218]
9. roksana.hee [200]
10. Bitcoin_people [176]


২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪


এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr 



DT1 LOGS


সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার এর জন্য নির্বাচিত হয়েছেন-127 জন


নতুন যারা ডিটি1 হয়েছেন        
যারা গত মাসে ডিটি1 ছিলেন
________________________________________________________________
1. theymos
2. Welsh
3. Mitchell
4. albon
5. dbshck
6. buckrogers
7. willi9974
8. JayJuanGee
9. NeuroticFish
10. Jet Cash
11. condoras
12. holydarkness
13. polymerbit
14. Ale88
15. Kryptowerk
16. bobita
17. be.open
18. Best_Change
19. icopress
20. bavicrypto
21. joniboini
22. coinlocket$
23. morvillz7z
24. abhiseshakana
25. Lachrymose
26. seek3r
27. bullrun2024bro
1. vapourminer
2. d5000
3. wwzsocki
4. EFS
5. stompix
6. Lesbian Cow
7. DaveF
8. nutildah
9. irfan_pak10
10. zazarb
11. Real-Duke
12. LeGaulois
13. Vispilio
14. Coin-1
15. 3meek
16. Bitcoin_Arena
17. MinoRaiola
18. tvplus006
19. DdmrDdmr
20. Bthd
21. madnessteat
22. 1miau
23. YOSHIE
24. Stalker22

source