Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Crypto Imagine
on 05/09/2024, 19:41:19 UTC
⭐ Merited by Wonder Work (1) ,HelliumZ (1)
ওয়াও আজকের দিনটা তো অনেক সুন্দর। আমাদের বাংলাদেশ কমিউনিটিতে দেখতে পাচ্ছি দুইজন মেম্বার রেংক আপ করেছে। আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা অনেক ভালো এগিয়ে গেছেন সামনে আরো ভালো করবে।

Wonder Work ভাই আপনি যে ফুল মেম্বার হয়েছেন এটাতে আমি খুব খুশি হয়েছি কারণ আপনার অ্যাক্টিভিটি দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আপনার সামনের দিকে আরো ভালো কিছু করবে খুব তাড়াতাড়ি। আপনার একটিভিটি ধরে রাখবেন তাহলে সামনে ভালো কিছু করতে পারবো। তবে ভাই যাই বলেন আপনি পুরানো একজনের হেল্পলাইন। অন্যান্য ভাইয়েরাও হেল্পফুল কিন্তু আপনি ছোট হয়েও অনেক ভালো সেট করতে পারেন। এটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার জন্য শুভকামনা ভাই।

HelliumZ ভাই আপনি সিনিয়র মেম্বার রেংক অর্জন করেছেন এর জন্য আপনাকে অভিনন্দন ভাই আপনার পরবর্তী সময়গুলো আশা করি আরো ভালোভাবে সামনের দিকে আরো ভালোভাবে অগ্রসর হতে পারবেন। আপনাদের দেখাতে কি আমরাও কিছু শিখব এবং এখন একটিভ হলাম আপনাদের সাথে সাথে এগিয়ে যেতে চাই।