Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 07/09/2024, 07:44:39 UTC
⭐ Merited by Crypto Library (1) ,Little Mouse (1)
কখনো মনে এইসব প্রশ্ন কি জেগেছে? আমি স্ক্রল করার সময় বিষয়গুলো খেয়াল করি আর কিছু ইনফরমেশন কালেক্ট করি

1.Theymos এর কাছে যদি এডমিনিস্ট্রেটর রোল থাকেই তাহলে কি সে সাতোশি নাকামতোর সাথে পরিচত?কারন নাকামতো এই ফোরাম এর ফাউন্ডার

- একনজরে Theymos এর প্রোফাইল ফোরামে

- এটা ভালো হয় যদি আপনারা নিজেরাই তার বক্তব্য দেখে নেন। আমি তারপরো তার লিখা গুলো ট্রান্সলেট করে দিচ্ছি কোট করার সাথে সাথে।

এটা খুবই অবাক করা বিষয় যে কিভাবে নিপুণ ভাবে লেখা সব ইতিহাস সবাই ভুলে যাচ্ছে... সাতশি এই ফোরাম বানিয়েছিলো  Nov 22, 2009, এবং এই ফোরাম এর এডমিনিস্ট্রেটর এর প্রধান ছিলো  2011 নাগাদ. তারপর Sirius ছিলো প্রধান 2012নাগাদ, তারপরেই আমি দায়িত্ব নেই.


2. তাহলে এই sirius লোকটি কে? সে কি আসলেই সাতশি কে চিনে?

- একনজরে Sirius এর প্রোফাইল ফোরাম এ.

আজকের এই দিন পর্যন্ত Sirius ফোরাম এ এক্টিভ হচ্ছে যদিও সে কোনো পোস্ট করে নাই August  2014 নাগাদ।

আসলে সে হচ্ছে ফোরাম এর ডেভেলপার। তার সাথে সাতশির কিছু ইমেইল এখানে দিয়ে দিলাম  2009-2011 নাগাদ যা সে পরবর্তি তে পাবলিশ করেছিলো. তারা ক্রিপ্টোগ্রাফি ইমেইল ব্যবহার করতো
সোর্স -
https://mmalmi.github.io/satoshi/

3.কোন প্লাটফর্ম এ তাহলে সাতশির Sirius কে পেয়েছিলো যেখান থেকে সে তার সাথে যোগাযোগ করে?

ইমেই থেকে কিছু অংশ কোট করে দিচ্ছি আমি
Quote
ধন্যবাদ আপনাকে ASC তে পোস্ট করার জন্য, আপনার বিটকয়েন সম্পর্কে আগ্রহ আমি দেখতে পেয়েছি।


কিন্তু দুর্ভাগ্যবশত আমি এরকম কোনো প্লাটফর্ম খুজে পেলাম না ASC  নামে। ইন্টারনেট এ এর কোনো অস্ত্বিত্ব ই পেলাম না, সার্চ ইঞ্জিন ব্যবহার করেও পেলাম না। আপনি যদি এই সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন আমি থ্রেড টা আপডেট করে দিব।

4. বিটকয়েন সম্পর্কে প্রথম কোথায় ঘোষণা দেয়া হয়?

- আসলে এটি সাতশি নিজেই করেছিলো হোয়াইটপেপার পাবলিশ এর মাধ্যমে  Metzdowd প্লাটফর্ম এ Oct 31 2008 এ

এটাই সেই তারিখ ছিলো যখন পুরো বিশ্ববাসির কাছে বিটকয়েন সম্পর্কে ধারনা দেয়া হয়
 
সোর্স - https://www.metzdowd.com/pipermail/cryptography/2008-October/014810.html

5. যদি bitcoin.org রেজিস্টার করা কোনো ডোমেইন ই হয় তাহলে এর মালিক কে কেনো চিহ্নিত করা সম্ভব হচ্ছে না?

 bitcoin.org ডোমেইন টি রেজিস্টার করা হয়েছিলো anonymousspeech.com. এর মাধ্যমে যেখানে ক্রেডিট কার্ড এর কোনো প্রয়োজন ছিলো না। আপনি সেখানে প্রিপেইড কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারতেন যেটা যেকোনো লোকাল স্টোর এর টাকা দিয়ে কিনতে পারতেন।

এখানে একটি আর্টিকেল শেয়ার করা হলো anonymousspeech.com এর ফাউন্ডার সম্পর্কে, যেটা আকর্ষনিয় হতে পারে আপনার কাছে - https://www.businessinsider.com/swiss-software-developer-bitcoin-2014-4?IR=T

এই সব প্রশ্ন আমার মাথায় আসে যখন প্রথম প্রশ্ন টা আমি খুজে পাই। এটার উত্তর বের করতে করতে এই সব প্রশ্ন আর উত্তর গুলো পেয়ে থাকি। আমি উইকিপিডিয়ার কোনো সোর্স ব্যবহার করছি না। কারন উইকিপিডিয়ার উত্তর সবসময় শতভাগ হয় না।

কেনো আমি উইকিপিডিয়ার কিছু ব্যবহার করিনি আমার কোট করা পোস্ট টি দেখে নিতে পারেন, দুঃখিত যে আমি বাংলায় এ নিয়ে আগে কোনো পোস্ট করি নাই, যদি আপনারা জানতে আগ্রহি হোন তাহলে সেই বিষয় নিয়েও বাংলায় একটি পোস্ট করতে পারি-

আমি মাত্রই ফোরাম নিয়ে সার্চ করলাম  উইকিপিডায়. যেটি দেখাচ্ছিলো ফোরামটি পাবলিশ হয়েছে ২০১১ সালে।



আপনার কাছে যদি আরো কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর খুজে থ্রেড আপডেট করার জন্য