Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Ricardo11
on 07/09/2024, 19:19:48 UTC


আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।