আজকে একটা নিউজ দেখতে পেলাম বাংলাদেশের ১০ টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে রয়েছে। বাংলাদেশের দশটি ব্যাংক খারাপ অবস্থায় চলে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হয়ে যাক, সরকার সেই ব্যাংক গুলিকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি জানাই নাই কোন কোন ব্যাংক খারাপ অবস্থায় চলে গেছে। যারা ব্যাংকে টাকা রেখেছেন যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বর্তমান সময়ে ব্যাংকে টাকা রাখা সুবিধা হবে না। ব্যাংকে টাকা রাখলে কত টাকাই মুনাফা পাওয়া যায়, তার চেয়ে বেশি মুদ্রাস্ফীতির কারনে টাকার মান বেশি কমে যায়। ব্যাংকে টাকা রাখার চেয়ে জমি কিনে রাখা অনেক ভালো এছাড়া বিটকয়েনে বিনিয়োগ করাও ভালো হবে তবে কিছুটা ঝুকিপূর্ণ হবে কিন্তু বিটকয়েনে দীর্ঘদিন হোল্ড করা পারলে অনেক প্রফিট করা যাবে। তবে আমার চিন্তা নাই আমি কোন অর্থ ব্যাংকে রাখি নাই। আমার বাবার কিছু অর্থ সঞ্চয় হলে তিনি জায়গা জমি কিনে থাকেন।
নিউজ লিংক
আপনারা কী এই বিষয়টি দেখেছেন Polygon MATIC টোকেনের নাম চেঞ্জ করা হয়েছে। আমি একটি নিউজে দেখেছিলাম, তাই আমি কুকয়েন এক্সচেঞ্জে চেক করে দেখলাম MATIC টোকেন এর নাম চেঞ্জ করে দেখি নতুন নামকরন করে POL করা হয়েছে।