Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 09/09/2024, 16:03:19 UTC
একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের কমিউনিটি আস্তে আস্তে এয়ারড্রপ থেকে যে ইনকাম হয়, এটা বিশ্বাস করতে শুরু করেছে এবং এগুলো নিয়ে আমাদের লোকাল থ্রেড এ আলাপ আলোচনা বাড়ছে। এয়ারড্রপ থেকে যে আসলেই পেমেন্ট পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি নটকয়েন এয়ারড্রপ থেকে। তারপর পেমেন্ট দিলো ডগস! এই অব্দি হাজারো টেলিগ্রাম বট চলে আসছে, যেগুলোর একটাও এখন অব্দি পেমেন্ট করে নাই। যদি সব বটেই আপনারা সময় দিতে থাকেন, তাহলে এক সময় মনে হবে যে আপনারা সময় নষ্ট করেছেন। একই সময় যদি ফোরামে দিতেন, তাহলে হয়তো আরো বেটার হতো।

সবাইকে এটাই বলবো, লেজিট যেসব বট গুলো আছে, সেগুলোতে সময় দিন। একটা প্রজেক্ট চালু করার পর, যদি তাদের পেমেন্ট দেয়ার ইচ্ছা থাকে এবং মার্কেটে আসার ইচ্ছা থাকে, তারা কখনোই ৬ মাস সময় নিবে না। ৬ মাস পরে যেসব প্রজেক্ট আসবে, তারা আপনাকে ভালো প্রফিট দিবে না। অন্তত টেলিগ্রাম প্রজেক্ট এর ক্ষেত্রে। যেই প্রজেক্ট গুলো প্রি মার্কেটে আসছে, সেগুলোতে জয়েন করতে পারেন। আর কিছু লেজিট প্রজেক্ট আছে, যেগুলোর কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে এগুলো লেজিট।