বর্তমান দাম = $০.০০০০২৫৯১
অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে... আজ দাম প্রায় দ্বিগুন হয়েছে দেখছি।

যে সকল জনপ্রিয় MemeCoin মার্কেটে প্রায় দাম অর্ধেক পরিমান হ্রাস পেয়েছে ওই সমস্ত মিমিকোয়েন্ যদি বর্তমানে বিনিয়োগ করে রাখা যায় তাহলে দুই চার বছর পরে সেগুলো থেকে কয়েকশো গুণ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। অতীতে এরকম বেশ কিছু কয়েন কয়েক লক্ষ গুণ পাম্প করে দেখানো রেকর্ড রয়েছে। হয়তো আপনার দেওয়া Pulsecoin ঐরকমটি হতে পারে।