Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Nothingtodo
on 10/09/2024, 20:15:44 UTC
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০০২৫৯১

অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে... আজ দাম প্রায় দ্বিগুন হয়েছে দেখছি। Smiley
যে সকল জনপ্রিয় MemeCoin মার্কেটে প্রায় দাম অর্ধেক পরিমান হ্রাস পেয়েছে ওই সমস্ত মিমিকোয়েন্ যদি বর্তমানে বিনিয়োগ করে রাখা যায় তাহলে দুই চার বছর পরে সেগুলো থেকে কয়েকশো গুণ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। অতীতে এরকম বেশ কিছু কয়েন কয়েক লক্ষ গুণ পাম্প করে দেখানো রেকর্ড রয়েছে। হয়তো আপনার দেওয়া Pulsecoin ঐরকমটি হতে পারে।