পুরো পোষ্ট টি কোট করছি এজন্য সরি। কিন্তু পুরো কোট না করলে আসলে বুঝা যাবে না। এই পোষ্ট দেখার পর মনে হলো যে আমাদের লোকাল থ্রেড এ পোষ্ট আর্কাইভ করার কথা ছিলো এবং একজন ব্যাক্তি সেটার দ্বায়িত্য নিয়েছিলো। কিন্তু যাক এই কাজ দেয়া হয়েছিলো, সে নিজেই একজন স্প্যামার। বেশি চালাকি করতে গিয়ে একাউন্ট নষ্ট করে বসে আছে। যাই হোক, আমি চাচ্ছিলাম ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের আইডিয়া মতো সব গুলো পোষ্ট গুছাতে। আপনারা অনুগ্রহ করে আমাকে ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে সাহায্য করুন। আমি চাচ্ছি ৫ টা পোষ্ট এর মাধ্যমে ৫ টা ক্যাটাগরি বানাতে।
১। সকল প্রকার অনুবাদ গুলো। এই পোষ্ট এ আমাদের থ্রেড এ করা সকল দরকারি অনুবাদ গুলো কম্পাইল করা থাকবে।
২। টিউটোরিয়াল গুলো। এই পোষ্ট এ সকল প্রকার টিউটোরিয়াল থ্রেড গুলো থাকবে।
৩। ফোরামের রিলেটেড ইনফরমেটিভ পোষ্টগুলো। এই পোষ্ট এ ফোরাম রিলেটেড যেসব গুরুত্বপূর্ণ পোষ্ট আছে, সেগুলো লিষ্ট করা হবে।
৪। বাংলাদেশ থ্রেড রিলেটেড ইনফরমেশন। এই পোষ্ট এ বাংলাদেশ থ্রেড এর মাসিক রিপোর্ট গুলো যেটা ক্রিপ্টো লাইব্রেরী ভাই করে আসছে, সেগুলো কম্পাইল করা হবে।
৫। অন্যান্য প্রয়োজনীয় পোষ্ট যেটা আদারস ক্যাটাগরিতে পড়তে পারে।
এছাড়াও যদি কোনো ক্যাটাগরি প্লান থাকে, তাহলে আমাকে জানান প্লিজ। এই পোষ্ট গুলো প্রতি মাসে আপডেট করতে হবে এবং বিটকয়েনড্রিম ভাইয়ের হেল্প আমাদের প্রয়োজন হবে।
অনেকদিন হয়ে গেছে আমাদের লোকাল বোর্ড এর জন্য এপ্লিকেশনেও কেউ বাম্প করেনি। আমার মনে হচ্ছে চলতি মাসের একটিভিটি বাড়িয়ে, সামনের মাসেই নতুন করে এপ্লিকেশন থ্রেড ওপেন করা উচিৎ। এই ব্যাপারে সকলের মতামত আশা করছি।