ভাইজানেরা আপনাদের কারো কি বাইনান্স এক্সেঞ্জারে মেটিক কয়েন ছিল ?
আমি তো বড় একটা বাঁশ খেয়ে গেলাম। কিছুদিন আগে আমি ৪০০ ডলারের উপরে এমাউন্ট matic কয়েন এ ইনভেস্টমেন্ট করেছিলাম । যদিও ইনভেস্টমেন্ট করেছিলাম লং টার্ম হোল্ডিং করার জন্য কিন্তু সেটা আর হলো কই তার আগে বাইনান্স এই কয়েন কে ডিলিস্টেড করে দিল ডিলিস্টেড করেছে এটা সমস্যা না সমস্যা হলো গিয়ে আমি ডিলিস্টেড হওয়ার পূর্বে কয়েন গুলোকে অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ট্রান্সফার করতে পারিনি। যদিও মনে হচ্ছে ফান্ড আর ব্যাক পাবনা তারপরও জিজ্ঞাসা করতেসি কোনো কি চান্সেস আছে ব্যাক পাওয়ার ?