এই ফোরামে কয়েকটি শব্দের খেলা (Word Game) দেখেছি, যেগুলো
Pmalek,
cygan ও
deadsea33 দ্বারা বানানো। আমি চাইতেছি আমাদের বাংলা লোকাল ফোরাম এর জন্য একটি শব্দের খেলা আয়োজন করার জন্য। যেখানে মজার ছলে খেলার সাথে সাথে আমরা নতুন কিছু শব্দ সম্পর্কে শুনব আর জানব সে সম্পর্কে। এটা শুধু মাত্র আমাদের লোকাল ইউজার দের জন্য
•এখানে আমি প্রতি রাউন্ড এ ৮ টি শব্দ এড করবো, যেখানে সব অক্ষরগুলো উল্টোপাল্টা অথবা শুন্যস্থান আকারে অসম্পূর্ণ থাকবে।
•এখানে সব গুলো শব্দই থাকবে ক্রিপ্টোকারেন্সি বিষয় নিয়ে।তাই যত পারুন ফোরাম সার্চ করুন অথবা গুগল এর সাহায্য নিন
•শব্দের খেলাকে শিক্ষনীয় বানানোর জন্য সেই শব্দের পাশে বাংলা নোট এ লিখে দিব সংক্ষেপ এ সেই শব্দটি দ্বারা কি বুঝিয়েছে বা এর মানে কি।
খেলার কিছু নিয়ম - ১.
সেপ্টেম্বর ১ এর পরে খোলা কোনো একাউন্ট এই গেম এ অংশগ্রহন করতে পারবে না।
২. পোস্ট এডিট করা বা ডিলিট করা চলবে না।
৩. আপনি যতখুশি অনুমান করে শব্দ লিখতে পারবেন, কিন্তু একবারে দুইটির বেশি শব্দ পোস্ট করতে পারবেন না।
৪. যতক্ষন না অন্য কেও রিপ্লাই দিচ্ছে আপনি পোস্ট করার পর, আপনি ২য় বার পোস্ট করতে পারবেন না।
৫. প্রত্যেক রাউন্ড এর ৮টি শব্দ সম্পূর্ন ভাবে অনুমান করা শেষ হয়ে গেলে ২য় রাউন্ড শুরু করবো আমি
৬. যদি কেও সঠিক উত্তর দিতে না পারে তাহলে আমি আরো কিছু শব্দ বা অক্ষর যোগ করবো
৭. যদি কেও সেই শব্দের মানে কি ছোট করে ব্যাখ্যা না করে তাহলে তার শব্দটি গননা করা হবে না।
৮. একজনের সঠিক উত্তরকৃত শব্দ ২য় বার পোস্ট করা যাবে না।
৯. প্রত্যেক সঠিক উত্তর এর জন্য ১টি করে মেরিট দিব আমি।
১০. যতক্ষন পর্যন্ত আমার এস মেরিট আছে রাউন্ড চলতে থাকবে।
১ম রাউন্ড1. GELRDE
2. NTYONPCRIE
3. GIMNIN
4. D_ _ EN_ R_ _
5. _H_I_
6. S_ _R_
7. _O_M_ _SI_ _S
8. H_P_