বাকি গুলোও চেষ্টা করে দেখবেন। আপনার বন্ধুদের আমন্ত্রন করতে ভুলবেন না।
বাকিগুলোর দুইটার মধ্যে আরো একটার উওর আমি দিচ্ছি দেখেন হয়েছে কিনা। আর বন্ধুদের আমন্ত্রণ জানানোর বিষয়টা অবশ্যই বলবো তারা যদি পারে তাহলে আমরাও তাদের থেকে শিখলাম নতুন কিছু।
8. H_P_= HYPE মানে ব্যাপকভাবে প্রচারিত হওয়াকে বোঝায়। বাকি একটা (4) নাম্বার বাকি আছে এটা পারলাম না মানে হচ্ছে না আমার। দেখি অন্য কেউ উত্তর করে নাকি।