Post
Topic
Board Other languages/locations
Re: শব্দের খেলা
by
Mahiyammahi
on 15/09/2024, 15:18:12 UTC
Quote
1. M_ M_O _ L
উত্তর: MEMPOLL - মেমপুল (এখানে বৈধ লেনদেন গুলো মেমোরির মতো সংরক্ষণ করা হয়।)
Quote
7. H_ _V_N_
উত্তর: HALVING - অর্ধেক করা (এখানে এটি দ্বারা বোঝানো হয়েছে প্রতি চার বছর পর পর বিটকয়েনের যে চক্র হয়)

সঠিক উত্তর,  আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আশা করি আপনার বন্ধুদের আমন্ত্রন জানাবেন। আমাদের লোকাল কমিউনিটি কে আরো এক্টিভ দেখতে চাই


6. _O_O
Ans . FOMO
Fear Of Missing Out ..এর অর্থ হলো মিস হওয়ার সম্ভাবনা নিয়ে ভয়। যারা বিনিয়োগ করতে চায় তাদের বিনিয়োগ করার আগেই যদি শেষ হয়ে যায় তাহলে এই মুহূর্তে যে শঙ্কা সৃষ্টি হয় ।

8. F_ _t
And. Fiat

ফিয়াট মূলত একটি দেশে হার্ড মানি নির্দেশ করে। আমরা যে ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করি ঠিক ফিয়াট তার বিপরীত কারেন্সি। অর্থাৎ ব্যাংক যে টাকাকে তারল্য হিসাবে অথবা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করে এটাকে খুব সম্ভবত ফীয়াট বলে।


সঠিক উত্তর,  আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আশা করি আপনার বন্ধুদের আমন্ত্রন জানাবেন। আমাদের লোকাল কমিউনিটি আরো এক্টিভ দেখতে চাই