বিগত ২ দিন ধরে পুরাতন পোষ্ট গুলো ঘেটে ঘেটে ইনফরমেটিভ পোষ্ট এর একটা তালিকা করছিলাম। কিন্তু পোষ্ট এর তালিকা করার জন্য আমাকে প্রতিটা পোষ্ট পড়তে হচ্ছে। দুই দিনে মাত্র ৫০ পেইজ পোষ্ট পড়তে পারছি। এই পোষ্ট পড়তে গিয়ে আমি যা ফিল করলাম, তা এখানে পোষ্ট না করলে আমার ভালো লাগবে না। কিছু কিছু পোষ্ট পড়ার পর মনে হচ্ছে এটা রাজনৈকি বড় ভাইদের তেল মারার থ্রেড। এখানে অমুক বড় ভাইকে অভিনন্দন, তমুক ভাইকে শুভেচ্ছা। অমুক বড় ভাই অনেক ভালো, তমুক ভাই অনেক জ্ঞানী, হ্যান ত্যান। মোট কথা মেরিট পাইতে হলে যা করা লাগে সব চেষ্টা করা হয়ে গেছে। অমুক ভাই গু খাইতে বললে সেটাও খাইতে রাজি মনে হয়। কেউ রেংক আপ করলে মনে হয় এখানে উৎসব শুরু হয়। এই পোষ্ট গুলো পড় পড়তে ছাত্রলীগের কথা মনে পড়ে গেছে। প্রিয় অভিভাবক, জী ভাই, সহমত ভাই, পাশে আছি ভাই, আপনাকেও পাশে চাই ভাই। না মানে, What the F bro?