Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 16/09/2024, 10:46:16 UTC
⭐ Merited by Mahiyammahi (1)

3. C_A_N_I_ _
7. I_ce_ _I_E_
3: CHAINLINK= ডিস্ট্রিবিউটর অরাকল নেটওয়ার্ক বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যকে ব্লকচেইনে পৌঁছে দেয়।

7: INCENTIVIES= প্ররোচনা বা পুরস্কার। নির্দিষ্ট কাজ করতে বা আচরণ প্রদর্শন করতে উৎসাহিত করে।

আপনার এবারের রাউন্ড সাজানো ব্যানারটা অনেক সুন্দর হয়েছে। এখন কুইজ গেম খেলার একটা ভালো সুন্দর দিক ফুটে উঠেছে। এভাবে ইউনিক একটা দিক নিয়ে চিন্তা করার কথা প্রথমে থেকে হলে আরো ভালো হতো। যাই হোক এরকম ইউনিকভাবে গেম রাউন্ড প্লে করলে দেখতে সুন্দর লাগে এবং অনেকে আকৃষ্ট হবে এটা প্রতি।