আংশিক সঠিক, Ovols NFT = ইহা একটি Digital Art যা Ovols টিম দ্বারা বানানো৷ এদের NFT গুলো আমার অন্যতম প্রিয় NFT এর মধ্যে একটি। Solana Blockchain এ তাদের NFT আছে, Ordinal এর ও কিছু কালেকশন ও তাদের আছে। Magic Eden, Tensor এ পেয়ে যাবেন তাদের কালেকশন গুলো।
NFT শব্দটা ক্রাক করতে পারছিলাম বাট ovols এটা আর ক্রাক করতে পারি না, যদিও অনেকক্ষণ ধরে NFT'র নাম নিয়ে ঘাটাঘাটি করলাম, জনপ্রিয় সব NFT, এই NFT, ঐ NFT, পাইলাম না। লল, এটা একটু টাফ লাগছে আমার কাছে। বাট ভালো ছিলো।
