ধন্যবাদ আপনাকে, ফোরাম এ সময় দেয়ার জন্য৷ আপনি কি জানেন, ফোরাম এ মজার শব্দের খেলা হচ্ছে। আশা করছি সেটায় অংশগ্রহন করবেন।
আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে এই গেম দেখে আমি অংশগ্রহণ করার কথা ভাবতেই পারছি না। ফোরামে অলরেডি এরকম ভাবে ওয়ার্ড গেম দিয়ে নিজের অল্ট একাউন্টে মেরিট ট্রান্সফার করার ঘটনা ঘটেছে। শেষে সব একাউন্ট সহ নেগেটিভ ট্যাগ খেয়ে বসে আছে। আমি বলবো না যে আপনি একই কাজ করছেন, তবে এটা মাথায় রাখবেন যে আপনি অলরেডি একটা রাডাডের ভেতরে পড়ে গেছেন আর যারা এই গেম খেলেছে তারাও। যেই নতুন একাউন্ট গুলো পোস্ট করে না, তারা এই গেম দেখে হুট করে এক্টিভ হয়ে গেলো। আপনাকেও থ্রেডে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। হুট করে এসেই ওয়ার্ড গেম দিয়ে মেরিট ছড়াচ্ছেন, এগুলো কিন্তু রেড ফ্লাগ! যাই হোক, আমি আপনাকে একিউজ করছি না। পেছনে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি দেখতে চাই না আরকি।
ধন্যবাদ আপনাকে আমাকে সতর্ক করার জন্য। আমি বিশ্বাস করি সৎ ভাবে কিছু করলে ভয়ের কিছু নেই। হ্যা আমি অনেক দিন ইন এক্টিভ ছিলাম। সম্প্রতি এক্টিভ হয়েছি এবং খেয়াল করলাম আমাদের লোকাল ফোরাম টা কেমন এক ঘেয়েমি হয়ে গেছে। তাই এই প্রচেষ্টা আমার।
আমার একাউন্ট ই খুব ছোট, বেশি এস মেরিট হোল্ড এও নেই আমার। শুধু মাত্র আমার ভাই বোনদের সাথে একটু মজা করার জন্যই এরকম করেছি ভাইয়া।