Post
Topic
Board Other languages/locations
Merits 5 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 17/09/2024, 00:32:09 UTC
⭐ Merited by Xal0lex (5)
অবৈধ তবু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম

আমরা এখানে যারা আছি সবাই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে থাকি। আপনারা কি জানেন আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়া সত্বেও ব্যবহারের দিক দিয়ে কত নম্বর অবস্থানে রয়েছে? আজকের নিউজ ঘাটাঘাটি করতে গিয়ে এই নিউজটা দেখতে পেলাম তাই এখানে শেয়ার করলাম। এক যুগের বেশি সময় ধরেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার প্রচলন দেখা যাচ্ছে। দিন যাচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ কিন্তু অনেক লোকেই গোপনীয়তা রক্ষা করে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে থাকেন। যেমন আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ কিন্তু আমরা অনেকেই বিটকয়েন বা অন্যান্য কয়েনে বিনিয়োগ করেছি।

যাইহোক, প্রতিবেদনে ১৫১টি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। কোন দেশ কতটা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে, সে তালিকাও প্রকাশ করা হয়। চারটি বিভাগে বিভিন্ন দেশকে তালিকাবদ্ধ করা হয়েছে। তালিকার শীর্ষে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। কোন দেশ কেমন ক্রিপ্টো গ্রহণ করছে, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫ দেখানো হয়েছে। বাংলাদেশের চেয়ে পেছনে আছে মিয়ানমার, তাদের অবস্থান ৭৮। পাকিস্তানের অবস্থান ৯, শ্রীলঙ্কার অবস্থান ৭২, নেপালের অবস্থান ৭১ নম্বরে। তালিকা অনুসারে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪, কানাডা ১৮, রাশিয়া ৭, চীন ২০, জাপান ২৩ ও অস্ট্রেলিয়া ৩৯ নম্বরে।

ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ তবুও ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫ নাম্বারে রয়েছে।
সোর্স: প্রথম আলো নিউজ।।

Mahiyammahi ভাই/নাকী আপা, আপনাকে ধন্যবাদ দীর্ঘদিন পর এক্টিব হওয়ার জন্য, একটা বিষয়ে খেয়াল করলাম আপনি পর পর  পোস্ট করেন যা ফোরামের নিয়মে অনুযায়ী করা উচিত নয়। আপনি পোস্ট করার পরে যদি কেউ পোস্ট না করেন তাহলে আপনি ছোট খাটো বিষয়ে পূর্বের পোস্টে এডিট করে দিবেন। দেখতেই তো পাচ্ছেন আমাদের মডারেটর সাহেব আপনার পোস্ট পর পর দুইটা ছিলো দেখে একটা ডিলিট দিয়ে পূর্বের পোস্টে যোগ করে দিয়েছে।


500 পেজ কমপ্লিট Cheesy
আমাদের লোকাল থ্রেডের ৫০০ পেজ হয়েছে।