<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>
ওরে ভাই চতুর্থ রাউন্ড পর্যন্ত এসে গিয়েছে আমি না প্রথম তিন রাউন্ড মিস করে ফেললাম।
যাইহোক আপনাকে সাজেশন দিব যখন একটা ওয়ার্ড শেষ হয়ে যাবে আই মিন সেটায় আপনি বিজয়ী খুজে পাবেন তখন তার পেছনে মারকিং করে দেবেন সেটা শেষ হয়ে গিয়েছে। আমি আসলে খুঁজতে খুঁজতে কনফিউজ হয়ে যাই আমি যেটার জবাব দিচ্ছি সেটার জবাব হয়তো আরেকজন দিয়ে দিয়েছে।
যাই হোক চতুর্থ রাউন্ডে আমার আনসার হলো
6. Mad Lads NFT (3 words, 10 letters) ম্যাড ল্যাডস হলো ১০ হাজার এনিমি এবং পিকি ব্লাইন্ডার এর এনএফটি ।
বিস্তারিত এখানে