Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 17/09/2024, 18:24:35 UTC
⭐ Merited by Mahiyammahi (1)
snip
আগে বাংলা বোর্ডে আসলে দেখতে পেতাম তেল দেওয়া নিয়ে সবাই ব্যাস্ত আর বিশেষ করে একটা জিনিস তা হলো কে র‍্যাংক আপ করলো তার পোস্টার নিয়ে মিছিল জাতীয় নির্বাচনে মতো। আর এখন দেখতাছি যে ওয়ার্ড গেমের রাউন্ড আসতেই আছে আর বাংলাতে শুরু এগুলাই চলতাছে। এখন এটাই ট্রেন্ডিংয়ে আছে। যাইহোক ভাই আমি আপনাকে দোষারোপ করতেছি না। সমস্যা হলো বাংলাদেশের কোনো লোকাল বোর্ড নাই। যাই পোস্ট করা সহ সব এক যায়গাতেই তাই সব জগাখিচুরি হয়ে যায়৷ তাই আমি আপনাকে পরামর্শ দিবো যে আস্তে ধীরে এই গেমের রাউন্ড চালান বাংলাদেশ টপিকটা কেনন যেনো একঘেয়েমি হয়ে গেছে। প্রতিটা রাউন্ড শেষ হবার পর অন্তত ১ সপ্তাহের গ্যাপ রাখেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে।


Quote
3. S_ _rd_ _g (one word,  8 letters)

 Sharding (এটা একটা ডেটাবেস ব্যবস্থাপনা যেটা মূলত বড় বড় ডেটা ছোট আকারে ভাগ করার কাজ করে আমার জানা মতে এমনটাই কাজ করে) আমি CSE করার সময় এটা পড়েছিলাম  Cool