বাঙালি কথাটা কোথা থেকে এসেছে জানেন?
বন + জঙ্গল = বঙ্গাল
বঙ্গালের অপভ্ৰংশ হলো বাংলা
আর বঙ্গালী থেকে এসেছে বাঙালি
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ন এলাকা ছিল বন জঙ্গলে ভরা। এই অঞ্চলকে বহির্বিশ্ব বঙ্গাল বা বাংলা বলে জানতো। এখানকার অধিবাসীদের ভাষা ছিল বাংলা আর তাদের বঙ্গালী বা বাঙালি বলা হতো। বিবর্তনের পথে সেখান থেকে আমরা অনেকদূর এগিয়ে এসেছি। কিন্তু, অন্যের পুকুরে বিষ দেওয়া, বাগানের ফল চুরি করা, নেটের তার কেটে দেওয়া... এগুলোর মূলে আছে সেই বন-জঙ্গলের সময়কার আদিম প্রবৃত্তি। প্রান্তিক জনতাকে এর থেকে বার করে সভ্য করার কাজ সহজ নয়।
ভাই আপনি এতো সুন্দর করে বাঙ্গালী কথাটা বুঝিয়ে দিয়েছেন যার কোন তুলনা হয় না। আচ্ছা ভাই ২৬ শে সেপ্টেম্বর সারা পৃথিবীতে একযোগে আসতেছে অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল হয়ে যাচ্ছে এই ২৬ শে সেপ্টেম্বর। আজ সন্ধ্যায় একটি চা স্টলে বসে আছি হঠাৎ করে একটি লোক এসে বলল ২৬ শে সেপ্টেম্বর নাকি শেখ হাসিনা দেশে আসছে। আরে বাঙ্গালী ভালো করে খোঁজ করে দেখো হঠাৎ করে শিরোনামে ২৬ শে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে এটা দেখেই কিভাবে তুমি অনুমান করলে ২৬ শে সেপ্টেম্বর শেখ হাসিনা দেশে আসছে। বাঙালিরা কথার সারমর্ম বোঝার আগেই মিথ্যাটাই আগে ভাইরাল করে দেয়।