Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 19/09/2024, 04:25:56 UTC
সময় দিয়ে সংকলনের জন্যে Shishir99 আর DYING_S0UL কে অনেক ধন্যবাদ। আপনাদের post দুটি quote করে first post এ add করলাম।

ভাই, আপনাকে ধন্যবাদ মেইট পোষ্ট এ কোট করার জন্য। আসলে আমরা একটা ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভ বানানোর চেষ্টা করতেছি। আমার কাজ এখনো চলমান। আমি অলরেডি ১৫০ পেইজ পড়েছি এবং দরকারি পোষ্ট গুলোর তালিকা বানাচ্ছি। কাজ শেষ হলে আপনাকে ইনবক্স করার প্ল্যান ছিলো। আপনি যে পোষ্ট টা কোট করেছেন, এটা মূলত ট্রান্সলেশন ক্যাটাগরি। এটা ছাড়াও আরো বেশ কিছু ক্যাটাগরি আছে। আমার চলমান কাজ গুলো আপনি এখানে চেক করতে পারেন। আর আপনি যে DYING_S0UL এর পোষ্ট কোট করেছেন, আমার পোষ্ট এও সেই পোষ্ট গুলো আছে। ওনার টা হচ্ছে শুধু ওনার পোষ্ট গুলো, আর আমার এখানে ওনার সহ আরো কয়েকজনের পোষ্ট আছে। আমার কাজ শেষ হলে আমি আপনাকে লিংক দিয়ে ইনবক্স করবো।