Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
chotu1
on 26/09/2024, 20:53:21 UTC
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০০৮১২৪

অর্থাৎ দাম প্রায় ছয়গুণ হইসে।

Hamster Kombat এর দুঃখে যাদের মন ভেঙ্গে গিয়েছে, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রেখেই বলছি, $SEC on PulseChain কে অবজ্ঞা করায় আপনারা already capital ছয়গুণ করা থেকে বঞ্চিত হয়েছেন। দশ হাজার গুণ হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছে $SEC টোকেন। এখনো যদি অবজ্ঞা করেন, পরে অনেক কষ্ট পাইতে পারেন।