আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এরকমটা হওয়ার দরকার ছিলো। আমরা যারা ক্রিপ্টো স্পেসে আছি, আমরা দুই পয়সা ইনকাম করার জন্য রাজমিস্ত্রি, রিক্সাড্রাইভার, বেকার পোলাপাইন, সরকারি চাকরিজীবী, খেলোয়ার, মেথর, ঝাড়ুদার থেক শুরু করে, সকল পেশার মানুষ কে আমরা রেফার করে টেলিগ্রামে নিয়ে আসছি এসব মাইনিং প্রজেক্ট এ জয়েন করানোর জন্য। একটা সিম্পল জিনিস হলো, এয়ারড্রপের যে প্রাইজপুল, সেটা তারা কখনোই বড় করে। ১ লাখ মানুষ হলে যদি তারা ১০ লাখ টোকেন ডিস্ট্রিবিউট করে, ১০ লাখ মানুষ হলে সেই ১০ লাখ টোকেনই দিবে। মানুষ বেড়ে গেলে আপনার এলোকেশন কমে যাবে। দরকার ছিলো এরকম মুলা দেওয়ার। আশা করি এখন টেলিগ্রাম ফ্রিল্যান্সার কমে আসবে। এরকম দুই চার টা প্রজেক্ট মুলা দিলে, পোলাপাইন এমনি ঠান্ডা হয়ে বসে থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাই হোক, ভালো ভালো প্রজেক্ট দেখে জয়েন করবেন, তারপরেও মুলা পাইলে কিছু করার নাই।