Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 27/09/2024, 13:03:26 UTC
কানপুরে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা , নিন্দা জানাচ্ছি



কানপুরে টেস্টে অগ্রিম বাংলাদেশকে হুমকি দিয়েছিল ভারতের একটি হিন্দু সংগঠন কিন্তু সেই সংগঠন কে ঠিকমতো আমলে নেয়নি ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও তিন স্তরের নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সমর্থক রবির উপর হামলা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এরকম শত্রুভাবাপন্ন হওয়াটা কোনভাবেই শোভনীয় মনে হচ্ছে না। তাছাড়া ভারতের বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতীয় একটি হিন্দু সংগঠন বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা উপরের ঘটনাগুলো র তীব্র নিন্দা জানাচ্ছি।