Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 28/09/2024, 04:31:52 UTC
যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।

Quote
আমি আমার জীবনে একটা  এয়ার ড্রপে একটু বেশি সময় দিলাম আর সেটা হলো হট যেহেতু তাদের  ইউনিক কনসেপ্ট এবং মিম  কয়েন না দেখা যাক কি হয়।
আমি বুঝতে পারছি আপনি কোনটার কথা বলছেন। সত্যি বলতে আমিও অনেক বেশি আশাবাদী। যদিও আমি বেশি মাইন করতে পারি নাই এখনো। তবে এটা নিয়েও বেশি আলাপ করতে চাই না। কারন কখন কারা হাতে মুলা ধরিয়ে দিবে বলা মুশকিল।