Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 29/09/2024, 04:54:11 UTC
By the way, this is my first post here. I don't think I will be regular here. But, Nice to see you guys representing our country on a international forum. Proud of you boys!

ধন্যবাদ ফোরামে একাউন্ট খোলার জন্য। যদিও তোমাকে আমি অনেক আগে থেকেই এই ব্যাপারে বলে আসছি। রেগুলার না হলেও মাঝে মাঝে ফোরামে একটু ঘাটাঘাটি কইরো। ক্রিপ্টো নিয়ে যদি তেমন ইন্টারেস্ট ফিল না-ও করো, এই ফোরামে কিন্তু আরো অনেক কিছু নিয়েই ডিসকাশন করা যায়। আমাদের বাংলাদেশি লোকাল তেমন কোনো ভালো প্রোগ্রামার নাই। যদিও ক্রিপ্টো লাইব্রেরি টুকিটাকি কোড করে মাঝে মাঝে। উনি এক্সটেনশন গুলো নিয়ে মাঝে মাঝে কাজ করে থাকে। যেমন টা তোমাকে বলেছিলাম, ফোরামের এই ভারশন এর স্ক্রিপ্ট টা ডাউনলোড করে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। যদিও রানিং স্ক্রিপ্ট অনেক বেশি মডিফাই করা হইছে। যদি কোনো সিকিউরিটি ফ্লো খুজে পাও, সেটার জন্য ফোরামে বাউন্টি আছে। আর না পাইলেও সমস্যা নাই। যদি ভালো কোনো আইডিয়া থাকে, সেগুলো শেয়ার করতে পারো। শেষ কথা, যদি পারো সময় দিও। সবার উদ্দেশ্যে, এটা আমার ফ্রেন্ড 😊