Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 30/09/2024, 05:22:16 UTC
আপনার বাংলিশ লেখা দেখে আমি বসে আছি মডের রিয়েকশন দেখার জন্য। হয়তোবা আপনার পোস্ট কোট করে বলতে পারে এখানে শুধু বাংলা এলাউ।
এইরকম কোন নিয়ম নেই কিন্তু আমরা যেহেতু এইখানে সেলফ মডারেটেড একটা টপিক ব্যবহার করতেছি যেখানে থ্রেড ক্রিয়েটরের নিয়মই শেষ কথা, সেখানে উনার নিয়ম মেনে চলাই ভালো। বলা যায় না কখন ডিলিট হয়ে যায়।
ভাই আমার মনে হয় বাংলার জন্য এরকম একটা নিয়ম থাকা অবশ্যই প্রয়োজন। কারণ বাংলা লেখাটা এই ফোরামের আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ করতে পারে না বললে চলে। আর যখন প্রপার বাংলা আমরা লিখি এই লেখাগুলো তারা পড়ার জন্য ট্রান্সলেট করে ইংরেজি করে নেয়। এভাবেই তারা পড়ে থাকেন কিন্তু যদি দেখেন আমরা বাংলিশ ব্যবহার করতেছি বা আমাদের মত করে আমরা সংক্ষিপ্ত রূপ দিয়ে বাংলিশ বলতেছি এগুলো ট্রান্সলেট করা যায় না এবং এগুলো আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ এগুলো বুঝতেও পারে না।

আবার আমাদের লোকালের মডারেটররা তারাও বাংলা বলতে পারে না বললেই চলে কারণ আমি পূর্বে লক্ষ্য করেছি আমাদের সম্মানিত মডারেটর Xal0lex উনিও আমাদের ভাষাগুলো ট্রান্সলেট এর মাধ্যমে পড়ে থাকেন।  এবং তিনি যদি কোন সমস্যা পান আমাদের লোকাল বোর্ডে, তাহলে সে ট্রান্সলেট করে বাংলা দিয়ে এবং পাশাপাশি ইংরেজিটাও লিখে আমাদের সমস্যার সমাধান করে দেন। তাই প্রোফাইলে বাংলায় পোস্ট করলে ভালো হয় অন্যরা তারা ট্রান্সলেট করে পড়তে পারবে যদি করতে চায়।

সেজন্য আমার কাছে মনে হয় যদি আমরা এখানে প্রপারলি বাংলায় লিখি তাহলে সেটা সকলের জন্যই ভালো হবে। আর এটা সম্পর্কে প্রথম পৃষ্ঠায় যদি এরকম কোন সংশোধনীয় কোন পোস্ট এড করা যায় তাহলে এটা ভালো হয়।