ভাই, সবাই টেলিগ্রাম এ বিভিন্ন ধরণের মইনিং করে, আবার অনেক অনেক এয়ারড্রপ করে, এগুলো করে সবাই মোটামুটি ভালো কিছু পায়, কিন্তু আমি কখনো এগুলো করিনি, আমি এগুলো করতে চাই, তবে এগুলো কোথা থেকে পাবো এই জিনিসটি বুজতে পারছি না, এমন কি কোনো জায়গা আছে যেখান থেকে ভালো ভালো কিছু এয়ারড্রপ এর প্রতিনিয়ত আপডেট পাওয়া যায় ? বা আপনাদের মধ্যে কেউ কি এগুলো করেন ? যদি করে থাকেন তবে যদি আমাকে একটু বলতেন তাহলে খুব উপকার হতো.