Post
Topic
Board Other languages/locations
Re: সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
Wonder Work
on 04/10/2024, 05:09:12 UTC
িিি

অভিনন্দন ভাইয়েরা এবং বোনেরা এ বছরের হায়েস্ট মেরিট এবং  এ বছরের সেকেন্ড হায়েস্ট এক্টিভিটি এই সেপ্টেম্বর মাসে হয়ে গেল। এর পেছনে যারা যারা অবদান রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের অ্যাক্টিভিটি  এবং মেরিট  ট্রানজেকশন ভাড়ার মেইন কারণটা ছিল ওয়ার্ড গেম। যাই হোক আশা করি এছাড়াও আরো কিছু কারণ ছিল বিভিন্ন এয়ার ড্রপের রেওয়ার্ড, তাছাড়া কিছু টেকনিক্যাল আলোচনা করা হয়েছে।

যাইহোক এই মাসের সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে অনেকগুলো নতুন মেম্বার এই ফোরামে যোগদান করেছেন, অনেকদিন পরে ফোরামে নতুন মুখ দেখা গিয়েছে আশা করি আপনারা সবাই কন্টিনিউয়াসলি লেগে থাকবেন।

প্রথম দশজন পোস্টদাতা
2. Wonder Work [18]
জি ভাই বাংলা ফোরামে দিন দিন সবকিছু এগিয়ে যাচ্ছে। কিছু ইনএক্টিভ মেম্বারও একটিভ হয়ে গেছে। যাদেরকে আমি ফোরামে দেখিনি তারা ফোরামে ফিরে এসেছে এবং ফোরামে নতুনদের এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করতেছে পরামর্শ দিয়ে এটা খুবই ভালো লেগেছে এবং সেই সাথে আমি আগের পজিশনটায় ফিরে এসেছি। প্রথম ১০ জনের পোস্ট দেখার মধ্যে প্রথম তিনজনের মধ্যে এসে গেছি। আশা করি সামনের মাসগুলো এভাবেই আমার একটিভিটি ধরে রাখার চেষ্টা করব বাংলা লোকাল বোর্ডে।

Crypto Library ভাই আপনাকে ধন্যবাদ দিলে কম হবে কারণ আপনি বাংলা ফোরামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রচুর চেষ্টা এবং কঠোর পরিশ্রম করা যাচ্ছেন। আপনার এই অ্যাক্টিভিটি প্রত্যেক মাসে প্রকাশ করেন বলেই আমরা সবার পরিস্থিতি জানতে পারি। আপনার এই ধারা অব্যাহত রেখে আমাদের সাথে থাকবেন ভাই তাহলে আমরা সামনে এগিয়ে আসতে পারবো।