আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
1. Learn Bitcoin [514] ⬆
আপনাকে আবারো ধন্যবাদ মাসের শুরুতেই মাসিক ষ্টাটস পোষ্ট করার জন্য। আর এতো বড় একটা মাইল ফলক মনে করিয়ে দেয়ার জন্য। এই পোষ্ট এর মাধ্যমে আমার আর লিটল মাউস ভাইয়ের মধ্যে যে টাই ছিলো, সেটা ভেঙ্গে যাচ্ছে এবং আমার ৫১৫ পোষ্ট হতে যাচ্ছে। আমি সত্যিই অনেক বেশি গর্বিত বোধ করছি যে বাংলাদেশ থ্রেড এ আমি এতো পরিমানে পোষ্ট করেছি যেটা আমার মোট পোষ্ট এর প্রায় ১৯% শতাংশ। তবে এমন সময় ছিলো যখন আমার মোট পোষ্ট এর প্রায় ২৫ শতাংশ ছিলো আমাদের লোকাল থ্রেড এ।
টেলিগ্রাম এয়ারড্রপ ৯৯% ভূয়া। আর কোনটা সঠিক কোনটা ভূয়া এটা আসলে বুঝা প্রায় অসম্ভব কাজ। কখন কে মুলা ধরিয়ে দেয় বলা যায় না। এইতো কিছুদিন আগে Hamster Combat নামে এক টেলিগ্রাম বট মুলা ধরিয়ে দিয়ে গেলো। আমার মতে এসবের পেছনে না দৌড়ে সেই সময়টা স্কিল ডেভেলপ এর জন্য দিলে অনেক কিছু করা সম্ভব।
আমি ৯৯% ভাগ বলবো না। নাম্বার টা ৯০% হতে পারে বা এর আশে পাশেই। কিন্তু এটা মূল ব্যাপার না। তুমি আমাদের কে সাজেষ্ট করতে পারো যে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে সবচাইতে বেশি ভালো হবে। কোন সেক্টরে কম্পিটিশন কম আর কাজের চাহিদা আছে। যারা একদম বিগিনার, তারা কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হবে। যারা কোডিং শিখতে চায়, তাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিৎ এবং কেনো? সবাই বলে পিএইচপি ইস ডেড! কথাটা কি আসলেই সত্য? এই ফোরাম কিন্তু পিএইচপি তে কোড করা।