বর্তমান দাম = $০.০০০১৩৩৬
উড়েই গেল দশমিকের পরের একটা শুন্য ...দাম এখন দশগুন... অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে।

অনেকে DM করছেন PulseChain setup করবেন কিভাবে? আপনারা নিচের link এ দেখতে পারেন...
https://PulseChain.comজানি নাহ কে বা কারা আপনাকে DM করছে, কিন্তু বিষয়টা এমন হইলো নাহ যে, টোকেনটা হয়তো আপনারই কিংবা পরিচিত কারো এবং মুরগি খুজতেছেন exit liquidity এর জন্য । আর এখানে এসে এমনভাবে পোষ্ট করতেছেন যে, এটি আসলেই 5x কিংবা 10x হয়ে গেলো।
যাইহোক আপনার শেয়ার করা টোকেনটি নিয়ে কিছু বিষয় নাহ বললেই নয়:→ টোকনটির হোল্ডার মাত্র ৩১ এবং এর মধ্যে ৭টি হলো কন্ট্রাক এড্রেস। এর থেকে নজর দেওয়ার বিষয় হইলো ৫টি ওয়ালেটে সমপরিমাণের টোকেন রয়েছে এবং সেগুলো আবার ২য় থেকে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।
→ সবচেয়ে হাস্যকর বিষয় হলো Liquidity মাত্র $১০০০ এবং ক্রয়-বিক্রয়ের লিস্ট দেখলে বুঝা যায় যে, মাত্র কয়েকটি ওয়ালেট $১ কিংবা তার কমে ক্রয় বিক্রয় করতেছে। কারণ $১০ কিংবা বেশি পরিমাণে ক্রয় করলে টোকেন ১.৫ গুণ বৃদ্ধি পাবে।
→ গত ২৪ ঘন্টার volume মাত্র $১৩, কিন্তু টোকেনের মূল বুদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে, যারা DeFi সম্পর্কে জানে তাদেরকে তো আর বিস্তারিত জানানোর দরকার নাই।
যাইহোক, এখান ২টি বিষয় হইতে পারে:০১) আপনি টোকেনটি তৈরি করেছেন এবং Dev wallet এর টোকেন বার্ন করলেও অন্যান্য ওয়ালেটে আগেই ট্রান্সফার করেছেন কিংবা আগেই অল্প অল্প করে ক্রয় করেছেন। যাতে এখানে এভাবে প্রচার করে, exit liquidity এর জন্য কাউকে পান, সহজ ভাষায় কোনো একজন না জেনে টোকেনটি $১০ কিংবা $৫০ এর ক্রয় করবে আর আপনি সব ওয়ালেট থেকে টোকেন ডাম্প করবেন।
০২) টোকেনটি আপনার নাহ হইলেও , আপনি জানেন টোকেনটি কার এবং আপনি ওই সর্বোচ্চ টোকেন হোল্ডারদের মধ্যে কয়েকটি ওয়ালেটের মালিক এবং একইভাবে exit liquidity এর জন্য মুরগি খুজতেছেন।