Post
Topic
Board Other languages/locations
Re: সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
BlackHatSojib
on 05/10/2024, 05:56:03 UTC
আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। সত্যি কথা বলতে সুযোগ থাকার পরেও আজকার অনেকেই এই স্কিল ডেভেলপমেন্টের দিকে অনীহা দেখায়। একটি কারন অলসতা। আরো একটা সমস্যা বেশিরভাগই শেষ পর্যন্ত কোর্স শেষ করতে পারে না বা করে না, মাঝপথে এসে ড্রপ করে। এর মূল কারন আমাদের ধৈর্য কম।

ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যা বল্লেন তা নিয়ে একটু বলি। বর্তমানে এটির পেছনে বস্তা বস্তা লোক ঘোরে, এটা প্রোগ্রামিং সেক্টরের সবথেকে ইজি একটা সেক্টর বলে আমি মনে করি। এজন্য সবায় এটার পেছনে দৌড়ায়, দিনশেষে সবাই যে লক্ষে পৌছায় তা না, যারা হার্ডওয়ার্ক করে শুরু তারা। বাংলাদেশের ক্ষেত্রে ওয়েবের থেকে AI সেক্টরে অনেক কম লোক ইনভল্ব আছে। আমি কোনো কিছুকে ছোট করতেছিনা, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্ধেক দেখবেন CSE নিয়ে পড়তেছে, বাকি অর্ধেক BBA। কে কি নিয়ে পড়লো সেটা ম্যাটার করে না, বর্তমানে সময়ে সবার উচিত কোনো একটা স্কিল শিখা, হোক সেটা ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং বা এডিটিং, যেকোনো কিছু। নিজের কথা যদি বলি, আমি আপাতত টুকটাক FrontEnd (JS/React/NodeJS/VueJS/AngularJS) এর কাজ শেখার ট্রাই করতেছি।

বাই দা ওয়ে, বিগিনার হিসেবে যারা এই সেক্টরের কাজ শিখতে চায়, তাদের জন্য কোন প্লাটফর্মের কনটেন্ট সুবিধা হবে, বা আপনি কাদের ফলো করেন, এগুলো যদি বলতেন!
ধন্যবাদ ভাই, আপনার কথা ঠিক আছে তবে আমি যেভাবে বলছি আর আপনি যেভাবে বুঝছেন সেখানে একটু মিষ্টেক আছে। আমি গ্রাফিক্স আর ওয়েব এর তুলনা করছি। গ্রাফিক্স ডিজাইন , ইউ আই ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এর থেকে তুলণামূলক অনেক সহজ এবং সময় ও কম লাগে। বর্তমানে যারা এসবের বিভিন্ন কোর্স বিক্রি করে তারা বেশিরভাগই ভূয়া, আর যারা বিভিন্ন ট্রেনিং সেন্টার পরিচালনা করে এসব কাজ শেখায় তাদের অনেক সেন্টারের ট্রেইনার বেসিক টা কোনোমতে জানে আমার নিজের চোখে দেখা। আমাদের দেশের মানুষ দৌড়ায় যদি ১০০ জন লক্ষে পৌঁছায় ৪/৫ জন, এর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমাদের ধৈর্য কম আর স্কিল ডেভেলপ করার চাইতে টাকা ইনকাম করাকে প্রাধান্য দেওয়া। মানুষ এটা বুঝেনা যে ভালো স্কিল থাকলে টাকা ইনকাম করা ব্যাপার না। বর্তমানে যারা শুরু করতে চায় আমার মতে প্রথমে যেকোনো একটা ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেমন ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা এসবে টুকটাক কাজ করে আগে বুঝা উচিৎ নিজেকে দক্ষ করার জন্য যে ধৈর্য প্রয়োজন সেটা ধরতে পারবে কি না, পাশাপাশি এই প্লাটফর্মগুলাতে দক্ষ হলেও ব্যাপক চাহিদা আছে কাজের। বর্তমানে সবাই ওয়ার্ডপ্রেস এর মতো রেডিমেড সিএমএস এর ব্যাবহার দিন দিন বাড়াচ্ছে। আর আমি আসলে কাউকে ফলো করি না, কখনো কাউকে ফলো করিও নি। নিজের চেষ্টায় যতোটুকু পারছি করছি।
ধন্যবাদ