Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 05/10/2024, 11:18:27 UTC
আমাদের বাংলা কমিউনিটির Ricardo11 ভাই আজকে নেচারাল ট্যাগের অন্তর্ভুক্ত হয়ে গেলো। অযথা o_e_l_e_o এর ফোরামের ৭ম জন্মদিন নিয়ে পোস্ট করেছেন কিন্তু আপনার পোস্টটা তাকে ব্যঙ্গ করে উয্যাপন করা হয়েছে বলে উল্লেখ করেছেন। (মৃত ফোরাম সদস্যদের উল্লেখ করে মেধা শিকার করা) এমনটায় আখ্যায়িত করে ন্যাচারাল ট্যাগ দিয়েছে। Ricardo11 আপনি খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছিলেন আপনি কেন একটা এরকম পোস্ট করতে গেলেন আমি বুঝতে পারলাম না আপনি মোটামুটি ফোরাম সম্পর্কে ভালই জানেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এরকম ভাবে আছাড় পরলেন ভাই। o_e_l_e_o ফোরামের সম্মানিত ব্যক্তি,  তাকে নিয়ে এরকম পোস্ট করা আসলেই আমার দিক থেকেও মনে হয় ঠিক হয়নি আপনার। এত সুন্দর একটা একাউন্ট ট্যাগ খেয়ে গেলেন ভাই।