Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
BlackHatSojib
on 05/10/2024, 19:15:48 UTC
⭐ Merited by Crypto Library (1) ,Learn Bitcoin (1)
সিকিউরিটি এর দিক থেকে লিনাক্স যে সবার বাপ এটা বলতে এবং মানতে আমার কোন বাধা নেই।
তবে প্রতিটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে লিনাক্স এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটি আপনাকে পূর্ণাঙ্গ সিকিউরিটি দিবে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় কিন্তু এর একটাই অসুবিধা সেটা হলো এটা এমন ইউজার ফ্রেন্ডলি নয় কারণ এর ইন্টারফেস সবাই সহজে বুঝে উঠতে পারবেনা যেমনটা তারা সহজেই windows এ পেরে থাকেনতাছাড়া যদি লক্ষ্য করেন দেখবেন যারা  কোডার এবং  প্রোগ্রামার  এরাই সাধারণত লিনাক্সের সংখ্যাগরিষ্ঠ ইউজার।  আর এজন্যই উইন্ডোজ জনপ্রিয়তার মধ্যে ঊর্ধ্বে তবে এখানে সিকিউরিটি কম আবার সিকিউরিটি যদি নিতে চান তাহলেও অনেক টাকা খরচ করতে হবে তাছাড়া গেইমিং এর ক্ষেত্রে উইন্ডোজ ছাড়া পসিবল না।
আর বলেন তো ভাই লিনাক্সে এত ভাল পারফর্ম কেন করে? কারণ এখানে তেমন গ্রাফিক্যাল  থিংস  ব্যবহৃত হয় না। যত গ্রাফিক্স কম রেন্ডার করা লাগে তত বেশি ভালো পারফরমেন্স

Quote
আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
আমি বহুৎ আগে  কালি লিনাক্স ওএস ইনস্টল করেছিলাম আমার ভার্চুয়াল বক্সে হ্যাকিং ল্যাব প্রস্তুত করার জন্য পরে আর তেমন কিছু এই পথে আগানো হয় নাই। যাই হোক ভাই মাঞ্জারো এর একটু ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করেন।

হ্যাঁ ভাই আপনার বেশ কিছু পয়েন্ট এর সাথে আমি একমত। তবে বর্তমানে লিনাক্স বেইজড অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলার ইন্টারফেস একদম ম্যাক কিংবা উইন্ডোজ এর মতো আর লিনাক্স ভিত্তিক ওএস গুলার সবচেয়ে বড়ো সুবিধা হলো ইচ্ছামতো কাষ্টমাইজ করা যায়। চাইলে হুবহু উইন্ডোজ বা ম্যাক এর মতো ইন্টারফেস করা যায়, যেমন আমার বন্ধু Learn Bitcoin  ডেবিয়ান ইউজ করে গ্নোম ডেক্সটপ এর সাথে। এর ইন্টারফেস দেখলে কেউ বুঝতেই পারবেনা যে এটা লিনাক্স এর কোনো অপারেটিং সিস্টেম। তার ডেক্সটপ ইন্টারফেস একদম হুবহু ম্যাক ওএস এর মতো কাষ্টমাইজ করা। যারা নতুন ইউজার তাদের জন্য লিনাক্স মিন্ট খুব ভালো একটি অপশন।

লিনাক্স ভিত্তিক বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলার মাধ্যমে বর্তমানে গেইম খেলা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ১- SteamOS- এটি ভ্যাল্ড ভিত্তিক ওএস যা মূলত গ্যামিং কনসোল এর জন্য ডিজাইন করা হয়েছে।
২- Pop!_OS- এটি একটি গ্যামিং এর জন্য অপটিমাইজ করা উবুন্টু ভিত্তিক ওএস। গ্রাফিক্স কার্ড এর সাথে ভালো সাপোর্ট দেয় এই ওএস।
৩- Manjaro- এটি আর্ক ভিত্তিক একটি ওএস যা গ্যামিং এর জন্য অপ্টিমাইজ করা। মাঞ্জারো তে AUR (Arch User Repository) ব্যবহার করে সহজেই গেইম ইনস্টল করা যায়।


যাইহোক ভাই এমন আরো বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে। আর একটা বিষয় একটু এডভান্স ইউজার হলেই উইন্ডোজ এর সকল কিছুর বিকল্প খুঁজে পাওয়া সম্ভব লিনাক্স এ। যারা একবার লিনাক্সভিত্তিক ওএস এর মজা পাবে সে কখনো আর উইন্ডোজ এ ফিরে যাবেনা। আমি উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, প্যারট সহ অনেক ওএস ইউজ করছি এখন আমি মাঞ্জারো ইউজ করি জিনোম ডেক্সটপ এর সাথে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি লাইট ওয়েট এবং বাংলাদেশ মিরর থাকার কারণে যেকোনো প্রোগ্রাম রান করলে বা কোনো এপস ডাউনলোড দিতে গেলে খুব দ্রুত হয়ে যায়।