Post
Topic
Board Other languages/locations
Re: সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
BlackHatSojib
on 07/10/2024, 04:43:45 UTC
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।
না আলাদা ফাইলের কোনো প্রয়োজন নেই। লিনাক্সভিত্তিক ওএসগুলো লাইভ বুট করা যায়। ইন্সটল না করেও ব্যাবহার করা যায়। ইন্সটল করার সময় অপশন সিলেক্ট করা যায় এইখান থেকেই অফলাইন ইন্সটল করার অপশন পাওয়া যায় আর আরেকটা উপায় হলো ইন্টারনেট কানেকশন না দিয়ে ইন্সটল করা। ইন্টারনেট কানেকশন না থাকলে অটো বেসিক ডেবিয়ান সেটাপ হয়ে যায়।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।
বিগিনার লিনাক্স ইউজার বা উইন্ডোজ থেকে যারা আসতে চায় তাদের জন্য অনেক ডিস্ট্রো আছে যেগুলা নতুন ইউজারদের খুব ভালো অভিজ্ঞতা দিতে পারে। যে কেউ চাইলে লিনাক্স এ মুভ করতে পারবে কারণ উইন্ডোজ এর প্রত্যেকটা সফটওয়্যার এর অল্টারনেটিভ লিনাক্স এ আছে কিছু ক্ষেত্রে তো উইন্ডোজ এপস এর চাইতে আরো ভালো এপস লিনাক্স এ পাওয়া যায় একই কাজের। চাইলে উইন্ডোজ এর সকল এপস লিনাক্স এ চালানো যায় Wine প্যাকেজ ইন্সটল করে নিয়ে।
আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।
জানা ছিলো না। ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। এখন থেকে এসব ব্যাপারে খেয়াল রাখবো।