Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 09/10/2024, 19:01:33 UTC

লোকালে দেখতেছি হ্যালোইন ডে এবং পামকিন কারভিং কনটেস্ট নিয়ে বেশ আলোচনা চলতেছে। অনেকরে দেখলাম অংশ নেয়ার প্রস্তুতিও নিচ্ছে। এসব ইভেন্টে অংশ নিবেন ভালো কথা, নিতেই পারেন। বাট এসব ইভেন্টের অসীলায় মেরিট ফার্মিং এর যেই ট্রেন্ডটা চলে সেটা একটু দয়া করে বন্ধ রাখুন। আবারো বলতেছি। ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে। প্রতিবছর এইসব ইভেন্ট আসলেই একঝাক মেরিট ফার্মার একসাথে জড়ো হয়, আর স্প্যামবাস্টাররাও এদের অপেক্ষায় বসে থাকে, ট্যাগ মারার জন্য। মাথায় রাইখেন এইসব।

আর এখনো যারা আনাচে কানাচে ফার্মিং করে যাচ্ছেন তারা কিন্ত ঠিকই চিপায় পড়বেন। স্প্যামবাস্টাররা সবসময় কিন্তু বাঙালিদের চোঁখে চোঁখে রাখে। সেদিন সম্ভবতো একটা পোস্ট দেখলাম (নটিলডাহ'র), যেখানে তিনি ৬ মাস ধরে জাস্ট অপেক্ষা করে গেছেন এক চিটারকে ধরার জন্য। এইসব উদাহরণ মাথায় রাইখেন।

আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মিও দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।

আমিও এই ব্যাপারে বলছিলাম বাংলা বোর্ড এ। এই উৎসব খ্রীষ্টানদের। একজন মুসলমান হিসাবে খ্রীষ্টানদের উৎসব উপলক্ষে আয়োজিত কন্টেষ্ট এ আমরা অংশগ্রহন করতে পারিনা। আবার এই কন্টেষ্ট সরাসরি তাদের ধর্মীয় সংস্কৃতি। এটা আমার ব্যাক্তিগত মতামত। যার যার ইচ্ছা অনুযায়ী যা কিছু সবাই করতে পারে। তবে আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে এমন কিছু না করাই উত্তম যা আমাদের ধর্মে নিষিদ্ধ।