আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মিও দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।[/size]
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।