হ্যাঁ ভাই মানুষের ঈমান এতোটাই দুর্বল যে মানুষ মর্ডান হওয়ার নামে ধর্মকে আসলে অপমান করছে। ইসলাম কে মনে করে ব্যাকডেটেড। নবী মোহাম্মদ (সঃ) এর প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। নেক সুরতে শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে অথচ মানুষ বুঝতেই পারতেছেনা।
তাইতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার উম্মতের কথা উল্লেখ করে বলেছে শেষ জামানার উম্মতদের মধ্যে কেউ যদি আমার একটি সুন্নত জীবিত রাখতে পারে তাহলে তার জন্য জান্নাত অবধারিত। তাহলে বুঝে নেন শেষ জামানায় কি রকম কঠিন হয়ে যাবে ঈমান ধরে রাখার জন্য। আমরা বুঝতেই পারবো না কোনটা হালাল এবং কোনটা হারাম। আমরা ইতিমধ্যে অনেক হারামকে হালাল মনে করে ব্যবহার করছে বিশেষ করে সুদ ঘুষ জঘন্যতম হারাম অথচ আমরা এটাকে বর্তমানে কোন ব্যাপারই মনে করছি না। তাছাড়া আরো অনেক বড় বড় ফিতনা রয়েছে যেগুলো আমরা মনে করছি না এগুলো ফিতনা। আল্লাহতালা আমাদের হেফাজত করুক এবং আমরা সঠিক পথে থাকতে পারি এই নিয়ামতটুকুই আল্লাহর কাছে আশা করছি।