Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 11/10/2024, 08:56:16 UTC
আসলে আমরা বাঙালীরা আসলেই খারাপ। অতি লোভের কারণে নিজেদের যে ক্ষতি করছি সেটা আমরা বুঝি না। মানুষের মনমানসিকতাই ঠিক নাই, অন্যরা জাহান্নামে যাক নিজে বাঁচি এই জিনিসটা সবাই চিন্তা করে। গতোকাল টেলিগ্রামে একজনের ব্যাপারে তোমাকে বলছিলাম যার টুটাল মেরিট এর ৭৫% মেরিট একজন লোক দিছে। আমার মনে হয় সে ও মেরিট নিয়ে দুই নাম্বারি করে।

ধন্যবাদ এটা আমাকে প্রাইভেট মেসেজে জানানোর জন্য।
মিস্টার Wonder Work, আপনি ভালোই করছিলেন। আপনি নিজেই একটা অল্ট একাউন্ট সেটা আমি জানি। যতক্ষন আপনি কোনো এবিউজ করছেন না, ততক্ষন সব ঠিক আছে। কিন্তু আপনি আরো অল্ট একাউন্ট খুলে সেটা দিয়ে মেরিট এবিউজ করার প্ল্যান করলে আমরা কাঠের চশমা পরে বসে থাকবো না। আপনার ক্রিপ্টো ইমাজিন একাউন্ট এ আপাতত নিউট্রাল ট্যাগ দিলাম। ভবিষ্যতে কন্টিনিউ করলে সবার নজরে নিয়ে আসতে বাধ্য হবো। আর যে বড় বড় ভাইয়েরা এখনো মেরিট ট্রেডিং করেন, মেরিট নিয়ে রেডি থেকে মেসেজ করেন মেরিট দেয়ার জন্য, আপনারাও রেডি থাকেন। আস্তে আস্তে সব গুলো কে ধোলাই করা হবে। অতি লোভে তাতি নষ্ট কথাটা ভুলে যাইয়েন না। Bitcoin_People ভাইয়া ভালো আছেন? HelliumZ, 2Pizza410000BTC, Fuso.hp, AirtelBuzz, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। নাকি? বাকি সবাই আশা করি ভালোই আছেন। সবাইকে কি মেনশন করে করে জিজ্ঞেস করতে হবে?