Post
Topic
Board Other languages/locations
Re: Rust
by
BlackHatSojib
on 11/10/2024, 16:50:17 UTC

পার্সোনালি আমি Rust ব্যবহার করি নাই, তাই তেমন কিছু জানিনা। তবে কোডের সিনটেক্সটা অনেকটা C আর C++ এর মতো লাগছে আমার কাছে।

Code:
#include <stdio.h>

    int main () {
        printf("Hello Bitcointalk!");
}
সিন্টেক্সট একরকম মনে হলেও C, C++, Rust তিনটাই আলাদা ভাষা। C++ মুলত C এর উপর ভিত্তি করেই বানানো তবে C++ এর সিনটেক্সট C থেকে কিছুটা জটিল। আবার Rust C++ এর চাইতে আরো জটিল সিনটেক্সট এ তৈরি।

Rust মেমোরি সেফটি এবং কনকারেন্সি সমস্যা সমাধানের জন্য উন্নত, নিরাপদ এবং আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি C++ এর বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য।