Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 13/10/2024, 19:48:20 UTC

ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।