আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।
ভাই, আসলে ক্ষেপার কিছু নাই। আমাদের লোকালে যেটা হচ্ছে, মানে লোকাল মেম্বার রা বাইরে গিয়ে যেসব কাজ করছে, সেটা আমাদের চোখে সবার আগে পড়া উচিৎ এবং অন্য কেউ সেগুলো নিয়ে গ্লোবাল বোর্ড এ থ্রেড খুলে আলাপ করার আগে আমাদের উচিৎ এগুলো এখানেই সমাধান করা। আজকে আমি বা আপনি লোকালে আলাপ করার ফলে যে রেজাল্ট আসছে, গ্লোবালে একই আলাপ হলে কি একই রেজাল্ট আসতো বলে আপনার মনে হয়? আমার কখনোই মনে হয় না।
গ্লোবাল কোনো মেম্বার যদি রেপুটেশনে থ্রেড খুলে ১০ জনের অপিনিয়ন চায়, আপনার কি মনে হয় বাংলাদেশি দের পক্ষে থাকবে কেউ? থাকবে না। এর পেছনে কারণ হলো আমাদের রেপুটেশন আগে থেকেই খারাপ। অনেক মেম্বার আছে যারা ২০১৬-১৭ সাল থেকে এই ফোরামে আছে। তারা ব্যান খেয়ে, ট্যাগ খেয়ে কি ফোরাম ছেড়ে চলে গেছে বলে আপনার মনে হয়? তারা এখনো এই ফোরামেই আছে।
একটু নাড়াচাড়া করলেই মাটির নিচ থেকে নর্দমার মতো পচা গন্ধ বের হতে শুরু করবে। এখানে এতোগুলো নাম পাবলিকলি পোষ্ট করার পরেও ওনারা এসব বন্ধ না করে কন্টিনিউ করে যাচ্ছে। এর মানে হচ্ছে গোয়ায় বাশ ঢুকার আগ অব্দি ওনারা এবিউজ করেই যাবেন। বাশ ঢুকলে তখন আস্তে করে চুপ করে যাবে। অল্টকয়েন্টক ফোরামে আমি এখন লোকাল মোডারেটর এটা তো জানেন। সেখানে একই টিম কারমা এবিউজ করছিলো। সেখানের এডমিন তো আর থেমস এর মতো না। সে একাউন্ট গুলো চেক করে রেড ডট বসিয়ে দিছে। এবার করো কারমা এবিউজ।
তবে আমি চাই না এখানেও এরকম কিছু হোক। যে কারনে অনেক কেই প্রাইভেট মেসেজে বুঝিয়েছি। যদি ওনারা মেনে চলেন, তাহলে ভালো। নইলে গ্লোবাল মেম্বার লাগবে না, আমি নিজেই একটা থ্রেড ওপেন করে ধুতি খুলে ছেড়ে দেবো।