Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 14/10/2024, 17:14:32 UTC
⭐ Merited by Shishir99 (1)
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে।
ভাই আপনি ১৫ দিনের বেশি সময় ব্যয় করে হলেও যে কাজটা করেছেন এটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে কারণ ৫০০ প্লাস পড়ে পড়ে লোকাল থ্রেডের মেম্বাররা কখনো এগুলো পড়তে যাইতো না। আসলে এটা খুঁজে খুঁজে বের করাটাও অনেকটা কঠিন কাজ হয়ে যেত বা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত। যদিও কিছু কিছু পোস্ট পূর্বেই গোছানো ছিল কিন্তু সবগুলো এভাবে সাজানো গুছানোর মধ্যে ছিল না আপনি যে সবগুলো পেজ পড়ে শর্টকাটের ভিতরে সকল গুরুত্বপূর্ণ পোস্টগুলো একত্রিত করে এনেছেন এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় পোস্ট হয়েছে। আমাদের আর এত কষ্ট করে বিভিন্ন ধরনের পোস্ট খুঁজতে হবে না আপনার এইটা বুক মার্ক করে রেখে দিয়েছি আমি প্রয়োজন মত দেখে নেওয়া যাবে। তবে ভাই এই পর্যন্তই শেষ না সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আসবে এই লোকালে তখনও সেগুলো খেয়াল করে গুরুত্ব সহকারে এই পোস্টে এনে যোগ করে দেবেন যদি এটা ধরে রাখেন তাহলে একটা পোস্টের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে সবাই। আপনাকে অবশ্যই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কাজ গুছানোর জন্য।