Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
BitCoinDream
on 14/10/2024, 20:52:02 UTC
⭐ Merited by Shishir99 (1) ,Z_MBFM (1)
বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

আপনাকেও ধন্যবাদ ভাই।
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। কিছু কিছু পোষ্ট পড়ে অনেক বেশি হাসি পাইছিলো। কিছু পোষ্ট দেখে অনেক রাগ হয়েছিলো। আবার কিছু পোষ্ট দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার লোকাল থ্রেড চার্ট গুলো কম্পাইল করার জন্য। আমি অলরেডি বিটকয়েন ড্রিম ভাইকে মেসেজ করেছি থ্রেড টা আপডেট করার জন্য। আশা করি উনি অনলাইনে আসলেই থ্রেড আপডেট করবো।

OP update করে দিয়েছি ভাই।