Big Breaking:- বিটকয়েন এর দাম সর্বকালের সর্বোচ্চ স্পর্শ করেছে (ATH)।
আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মার্কেট রকেট গতিতে উর্দুমুখী হচ্ছে। বিটকয়েন এর দাম ইতিমধ্যেই সর্বকালের সর্বোচ্চ স্পর্শ করেছে অর্থাৎ ২০২৪ সালের নতুন ATH হয়েছিল আবারো নতুন করে সর্বকালের সর্বোচ্চ স্পর্শ করল। বর্তমান সময়ে বিটকয়েনের দাম হল ৭৪ হাজার ডলারের উপরে।