যেহেতু আমরা মূলত একটা ফোরামে আছি সবাই, আমার মনে হয় ফোরামের বেশিরভাগ মেম্বার বিটকয়েন আসলে কিনে নাই, বরং ইনকাম করেছেন। আমি নিজের কথা যদি বলি, আমি লম্বা সময় ধরে প্রায় (দুই বছর এর কাছাকাছি) বিটকয়েন একুমুলেশন করেছি। এবং এখানের সবটাই মুলত আমার ইনকাম করা। নিজের পকেট থেকে টাকা খরচ করে বিটকয়েন কিনে হোল্ড করা আমাদের অনেকের জন্যই রিস্কি ইনভেস্টমেন্ট হবে। অনেকেই লোন নিয়ে বিটকয়েন কিনতে চায়, কেউ আবার গোল্ড বিক্রি করে বিটকয়েন কিনতে চায়, যেগুলো অনেক বেশি রিস্কি বলে মনে করি আমি।
যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।
যারা ফোরামে আছেন, আপনারা নিজেদের পোষ্ট কোয়ালিটি তে একটু নজর দেন, ভালো ক্যাম্পেইনে থাকতে পারলে ভালো পেমেন্ট পাবেন। আর এটা লম্বা সময় ধরে হোল্ড করার প্ল্যান করতে পারেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমি একই পথে হাটতে চাই।