ফোরামের প্ৰথম রাঙ্ক জুনিয়র মেম্বারে পদোন্নতি করতে পেরে আমি আজ সত্যিই খুব খুশি। যদিও এটি বড় কোনো পদোন্নতি নয় , কিন্তু আমার জন্য এটি অবশ্যই সেরা মুহূর্ত। এমন মুহূর্ত আমি হয়তো পরবর্তী রাঙ্ক আপ করতে পেরেও পাবো না। জুনিয়র মেম্বার হওয়ার মুহূর্তটা এই ফোরামে আমার জন্য সেরা মুহূর্ত।